Jump to content
  • 0

ফাইভারে নতুন বায়ার নিয়ে আসা যাবে কিনা?


shirin_akter00

Question

আমার একজন আমেরিকার ক্লায়েন্ট আছে যার সাথে আমি প্রায় অনেকদিন যাবত কাজ করছি। তো এতদিন আমার একজন পরিচিত আত্মীয় এর সাহায্যে আমি কাজগুলো নিতাম। তো যেহেতু এখন আমার একাউন্ট আছে তাই সে আর মিডিয়া হিসেবে থাকতে চাচ্ছে না এবং আমাকে সাজেস্ট করল আমার একাউন্টে তার সাথে যোগাযোগ করতে। তো আমাদের কাজের সকল কথাই WhatsApp এ হয়ে থাকে। তো এখন যদি আমি তাকে আমার একাউন্টে নিয়ে আসি তাহলে কোনো প্রব্লেম হবে? আমি জানি যে হওয়ার কথা না তবে কনফিউশন এই কারণে যে

  1.  তার অনেক ছোট ছোট কাজ থাকে মাসে প্রায় ৫-৬টার ও বেশি
  2.  আমি ফাইভারে এ পর্যন্ত যতগুলো অর্ডার সম্পন্ন করেছি তার এভারেজ প্রাইজ থেকে ও বাজেট কম থাকে 
  3.  সে WhatsApp এই প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে সাচ্ছন্দবোধ করে তাই ফাইভারে সে শুধু প্রয়োজনীয় কথা বলবে কিন্তু ডকুমেন্টগুলো WhatsApp এই প্রদান করবে। 


এখন কমিউনিটির অভিজ্ঞ ভাইদের কাছে প্রশ্ন যে সে যদি আমার কাছ থেকেই প্রতিনিয়ত অর্ডার করে তাহলে কোনো সমস্যা হবে কারণ তার ওয়েব ডিজাইন ছাড়া আর তেমন কোনো সার্ভিস প্রয়োজন হয়না আর যেহেতু সে আমার সাথে অনেকদিন ধরে কাজ করছে আমাকে ছাড়া আর কাউকে দিবে বলে মনে হয়না। আর আমার একাউন্ট নতুন হওয়ায় একজন যদি বার বার ওর্ডার করতে থাকে তাহলে এইটাতে কোনো বেড ইম্পেক্ট পরবে কি? যদি কমিউনিটিতে এরকম হলে কোনো ভায়োলেশন না থাকে তাহলে কমিউনিটির অভিজ্ঞরা আশ্বাস দিলে আমি তাকে ফাইভারে আনব অথবা আমাকে ডিফারেন্ট ওয়ে খুজতে হবে। 

সবাইকে অগ্রিম ধন্যবাদ। 

  • Like 6
Link to comment
Share on other sites

3 answers to this question

Recommended Posts

  • 0
2 hours ago, proshanto777 said:

সমস্যা নাই, শুধু এভারেজ সেলিং প্রাইস কমে যাবে, 

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

বর্তমানে রিভিউ সিন্ডিকেট এর কারণে ফাইভার একাউন্ট ডিজেবল করে দিচ্ছে যেটা কালকে লাইভেও যাহিদুল ভাই বলেছিলেন। এইজন্য জিজ্ঞাসা করলাম যে এইটা রিভিউ সিন্ডিকেট এর মধ্যে পরে কিনা। 

  • Like 3
  • Up 1
Link to comment
Share on other sites

  • 0

রিভিউ সিন্ডিকেট এর আকাউন্ট এর একটিভিটি ও আপনার ক্লায়েন্ট এর একাউন্ট এর এক্টিভিটি টোটালি ডিফারেন্ট, সমস্যা নাই. 

  • Like 4
Link to comment
Share on other sites

Please sign in to comment

You will be able to leave a comment after signing in



Sign In Now
×
×
  • Create New...