Fiverr Community
+00:00 GMT
Clubs
/
Bangladesh
/
Content
Sellers in the news
June 30, 2025

টপ রেটেড সেলার আরিফ: দক্ষতা ও দৃঢ়তার জার্নি

টপ রেটেড সেলার আরিফ: দক্ষতা ও দৃঢ়তার জার্নি
# Seller Story
# bangladesh

দক্ষতা, অধ্যবসায় ও সততার সমন্বয়ে ফাইভারে আরিফের টপ রেটেড সেলার হওয়ার গল্প।

arif587
arif587
টপ রেটেড সেলার আরিফ: দক্ষতা ও দৃঢ়তার জার্নি
আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্টের ওপর ফাইভারে কাজ করছি। আমার এই ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৪ সালে, যখন আমি স্টুডেন্ট ছিলাম। তখন থেকেই ওয়েব ডিজাইন শেখা শুরু করি এবং ফাইভার, আপওয়ার্কের মতো মার্কেটপ্লেস সম্পর্কে জানতে পারি। তবে যিনি আমার শিক্ষক ছিলেন, তার মূল উপদেশ ছিল —
প্রথমে ভালোভাবে কাজ শিখো, তারপর ফ্রিল্যান্সিং শুরু করো।
২০১৬ সালে আমি একটি কোম্পানিতে জুনিয়র ওয়েবসাইট ডেভেলপার হিসেবে প্রথম চাকরিতে যোগ দিই, যেখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট ছিল আমার প্রধান কাজ। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত চাকরির পাশাপাশি দক্ষতা বাড়ানোর কাজ চালিয়ে যাই।
২০১৯-২০ সালে আমি বুঝতে পারি যে আমার কাজের দক্ষতা এখন ক্লায়েন্টদের সাথে সরাসরি কাজ করার জন্য যথেষ্ট হয়েছে। তাই ২০২০ সালে ফাইভারে আমার যাত্রা শুরু করি। তবে শুরুটা সহজ ছিল না — প্রথম অর্ডার পেতে প্রায় ৩ মাস অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ৩৫ ডলারের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্লোন করার কাজ পাই। সফলভাবে কাজটি শেষ করে ৫ স্টার রিভিউ অর্জন করি।
শুরু থেকে এখন পর্যন্ত আমি ফাইভার থেকে কোনো ধরনের ওয়ার্নিং পাইনি। শুরুতে ফাইভারের টার্মস অ্যান্ড কন্ডিশনস, ভায়োলেশন বিষয়ক তেমন বিস্তারিত ধারণা না থাকলেও এটুকু জানতাম যে, ক্লায়েন্টের সঙ্গে কখনোই ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। তাই আমি সবসময় সতর্ক ছিলাম, কখনোই ক্লায়েন্টকে নিজের ব্যক্তিগত তথ্য, ফাইভারের বাইরে যোগাযোগের মাধ্যম ইত্যাদি শেয়ার করিনি। এই সচেতনতাই আমাকে ফাইভারে একটি নিরাপদ ও পেশাদার ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করেছে।
২০২২ সালে, ফেসবুকে এক কমেন্টের মাধ্যমে আমি ফাইভার কমিউনিটি বাংলাদেশ এর সাথে যুক্ত হই। এটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এই কমিউনিটি থেকে অনেক কিছু শিখেছি এবং ফাইভারে নিজের অবস্থান আরও মজবুত করতে পেরেছি।
ফাইভারে সাফল্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২০: ফাইভার লেভেল ১ সেলার ব্যাজ অর্জন
  • ১৫ ফেব্রুয়ারি ২০২১: লেভেল ২ সেলার ব্যাজ অর্জন
  • ১৬ সেপ্টেম্বর ২০২১: ফাইভারের টপ রেটেড সেলার ব্যাজ অর্জন (বর্তমানে চলমান)

ফাইভারে ক্যারিয়ার শুরুতে আমি একাই কাজ করতাম, বর্তমানে আমার ৩ জন টিম মেম্বার আছে।
শুরু থেকেই কাজের প্রতি গভীর ভালোবাসা ও পেশাদারিত্ব বজায় রেখেছি। প্রতিটি প্রজেক্টে সর্বোচ্চ মান বজায় রেখে ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি । কখনো কোনো সমস্যা দেখা দিলে ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রত্যাশা ও মনোভাব বিশ্লেষণ করে কাজের যথাযথ রিভিশন সম্পন্ন করে ডেলিভারি প্রদান করি ।
বর্তমানে কোন অর্ডার নেওয়ার পূর্বে ক্লায়েন্টের সাথে বিস্তারিত আলোচনা করি, যাতে করে কাজ করার সময় কোন অসুবিধা সৃষ্টি না হয়।
নতুন সেলারদের প্রতি আমার কিছু পরামর্শ
বর্তমানে বাংলাদেশে ফাইভার কমিউনিটি অনেক জনপ্রিয়। আপনারা সবাই "Fiverr Community Standards" এই পার্টটা ভালো করে দেখে নিবেন । তাহলে আপনি জানতে পারবেন যে কি করতে পারবেন এবং কি করা উচিত হবে না । এসব মেনে চললে কখনো ওয়ার্নিং, ফাইভার একাউন্ট সাসপেন্ড ইত্যাদি ইস্যুতে পড়তে হবে না।
ধৈর্য্য ধরে কাজ করুন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ধৈর্যের কোনো বিকল্প নেই।
কারো কোন কিছু হুবুহ কপি করবেন না। আপনি অন্যের প্রোফাইল ডিটেলস, গিগ ডিটেলস চেক করেন এবং সেখান থেকে আইডিয়া জেনারেট করে নিজের মতো করে তৈরী করেন।
ক্লায়েন্টের চাওয়াকে সর্বোচ্চ লেভেলের প্রিউরিটি দিন। যদি কখনো এমন হয় যে, ক্লায়েন্টর এমন কোন রিকোয়ারমেন্ট যেটা করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে শুধুমাত্র "Not possible" লেখার পরিবর্তে আপনি রেফারেন্স সহ বিস্তারিত বিষয় তুলে ধরুন। তাহলে আপনার প্রতি ক্লায়েন্টের পজেটিভ ধারণা তৈরী হবে।
প্রতিটা অর্ডার আমাদের জন্য এক একটা মাইলফলক, তবে আপনি যখন প্রথম অর্ডার পাবেন সেটাকে সর্বোচ্চ লেভেলের গুরুত্ব দিয়ে কাজ করুন এবং ভালোভাবে সম্পন্ন করুন।
অর্ডার কমপ্লিট করার জন্য তাড়াহুড়ো না করে, ক্লায়েন্টের সর্বোচ্চ স্যাটিসফেকশন লেভেল নিশ্চিত করুন।
Inspired by Arif's journey? Visit his Fiverr profile to explore his work and see how he does it.
Comments (2)
Popular
avatar

Dive in

Related

Blog
ফ্রিল্যান্সিংয়ে অনিরুদ্ধ অধ্যবসায়ে জয়কে নিজের করে নেওয়ার গল্প
By kausarrony • Jun 16th, 2025 Views 298