আমি কাউসার রনি, আপনাদের সবার মতন আমিও ফাইভারে একজন নিউ সেলার হিসেবে যাত্রা শুরু করি। বর্তমানে আমি ফাইভারে একজন Agency Owner এবং Pro Seller।
আমার যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে। কোভিড-১৯ এর সময় আমি ফ্রিল্যান্সিং এর জগতে পা দিলাম। বুক-পকেটে স্বপ্ন নিয়ে অচেনা শহরে ঘোরাঘুরির মত ছিল প্রথম দিকের সময় গুলো।
২০২১ সালের সেপ্টেম্বর মাসের প্রথমে ফাইভারে একাউন্ট খুলি। আমার পুঁজি ছিল রিজিকের উপর পুর্ন আস্থা, পরিশ্রম, ধৈর্য, এবং সেল করার জন্য নিজের স্কিল ।
মহান সৃষ্টিকর্তার উপর ভরসা নিয়ে শুরু করলাম পরিশ্রম। প্রথম দিকে কিভাবে কি করবো বুঝে উঠতে পারছিলাম না, কিভাবে সুন্দর ভাবে নিজের সার্ভিস কে উপস্থাপন করবো (গিগ এর মাধ্যমে), প্রফেশনাল ভাবে প্রোফাইল টা কিভাবে সেট করবো, ইত্যাদি অনেক প্রশ্ন ঘুরপাক করতো মাথায়। প্রথম দিকে অনেকের কাছে থেকেই শেখার চেষ্টা করতাম বা ফলো করতাম, কিন্তু দিনশেষে হয়তো সঠিক তথ্য কালেক্ট করতে পারিনি বা ভুল তথ্য জেনেছি। এই ভুল তথ্যের উপর ভিত্তি করেই ফাইভারে গিগ পাবলিশ করি এবং কিছুদিনের মধ্যেই সার্চ রেজাল্টে আমার গিগ দেখাচ্ছিল। তারপর ডিসেম্বর এর দিকে হটাৎ করে আমার গিগ সার্চ রেজাল্ট থেকে হারিয়ে যায় এবং আমি বুঝতে পারি যে আমার জ্ঞানের স্বল্পতা এর মূল কারন। আমার তেমন কোন আর্থিক সমস্যা হয়নি কারন আমি তখনো একটা ফিজিক্যাল জব করছি (সকাল ৯ থেকে রাত ৯ পর্যন্ত ডিউটি এবং সাপ্তাহে ৭ দিনই কারন আমি হাসপাতালে চাকরি করতেম)। আমি ডিউটি থেকে আসার পরেই প্রথমে স্কিল প্র্যাক্টিসে বসতাম।
তারপর বিভিন্ন রিসোর্স থেকে ফাইভার সম্পর্কে জানার চেষ্টা করতাম। ফাইভারের অফিশিয়াল সোর্স, ফাইভার সাপোর্ট থেকে প্রশ্ন করে করে শেখার চেষ্টা (কারন তখন আমার সৌভাগ্য হয়নি এত সুন্দর একটা কমিউনিটি তে কানেক্ট হওয়া)। আমাকে দিনে ১৮+ ঘণ্টা সময় ব্যয় করতে হতো সবকিছুর জন্য (জব+প্রেকটিস +রিসোর্স) । এইভাবে কেটে যায় ২-৪ মাস। তারপর পুনরায় ২০২২ সালের এপ্রিল থেকে ফাইভারে ভালো করার চেষ্টা করি এবং আমি বুঝতে পারি যে ফাইভারে ভালো করার জন্য নিজের স্কিল হলো সবচেয়ে বড় সহায়ক। তাই নিজের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করি ক্লাইন্ট কমিউনিকেশন থেকে শুরু করে নিজের বেস্ট সার্ভিস টাই ক্লাইন্টকে দেয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার পরিশ্রমের ফল আসা শুরু হলো ২০২২ সালের এপ্রিল মাস থেকে। আমি এপ্রিল মাসে ৪ টা অর্ডার পাই এবং নিজের সর্বোচ্চ চেষ্টা এবং বেস্ট সার্ভিস দেয়ার মাধ্যমে ক্লাইন্ট কে সন্তুষ্ট করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ ক্লাইন্ট স্যাটিসফাইড করতে পারায় আমাকে আর পিছনে তাকাতে হয়নি। আমি লেভেল ওয়ান সেলার হই। প্রতিনিয়ত কাজ এবং উপার্জনের পরিমাণ বাড়তে থাকে। তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি ফুলটাইম ফ্রিল্যান্সার হবো এবং আমি আমার জবটা ছেড়ে দেই।
২০২২ সালের শেষ দিকে লেভেল টু পেয়ে গেলাম। ২০২৩ সাল ছিল আমার ফ্রিল্যান্সিং জার্নির স্বর্ণ-যুগ। খুব ভালো সময় কাটে ২০২৩ সালের পুরোটা জুড়ে।
জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রমোটেড গিগ থেকে প্রচুর অর্ডার জেনারেট হতো এবং আমার একটা গিগ বেশিরভাগ সময়ই ফাইভার চয়েজে থাকতো। ফাইভার চয়েজ থেকেও ভালো অর্ডার আসতো আলহামদুলিল্লাহ। এর মধ্যেই আমার টপ রেটেড সেলার হওয়ার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায় ২০২৪ সালের জানুয়ারি / ফেব্রুয়ারি মাসের দিকে। তো আমি এর মধ্যেই লক্ষ্য করি একই নামের আরেকজন কাউছার ভাই টপ রেটেড সেলার হন, একদিন ভাইয়া কে ফেইসবুকে মেসেজ করি কিছুক্ষণ আলোচনা করি এবং পরামর্শ চাই টপ রেটেড হওয়ায় জন্য কি করা উচিত। ভাইয়া আমাকে একটা চমৎকার পরামর্শ দেন সেলার প্লাস প্রিমিয়াম ব্যাবহার করার জন্য এবং সাকসেস ম্যানেজার আমাকে সাহায্য করতে পারবে (আমি সাধারণত স্ট্যান্ডার্ড ব্যবহার করতাম) তো ভাইয়ার পরামর্শ অনুযায়ী আমি প্রিমিয়াম নিই ফেব্রুয়ারী মাসে এবং সাকসেস ম্যানেজারের সাথে প্রথম মিটিং করি। তার সাথে কথা হয় এবং তিনি আমকে আশ্বস্ত করেন যে আমার প্রোফাইল মেট্রিক্স যথেষ্ট ভালো এবং আমি খুব দ্রুতই টপ রেটেড সেলার হবো ইনশাআল্লাহ। এবং
এপ্রিল মাসের ১৪ তারিখে আমি টপ রেটেড ব্যাজ পাই।
আমার কাছে মনে হচ্ছিলো আমি আমার জীবনের সবচেয়ে বড়ো অর্জন টা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখানেই হয়তো আমার সফলতার গল্প টা শেষ হয়ে যেতে পারতো কোন বাধা বিপত্তি ছাড়া।
কিন্তু, জুন মাসে আমার নতুন স্বপ্ন শুরু হলো প্রো সেলার হওয়ার জন্য। কোন বাধা পাওয়া ছাড়া টপ রেটেড হয়ে গিয়েছি তো তাই ভাবছি প্রো হয়ে যাবো।
বাধা শুরু এখানেই, আমার এপ্লিকেশন রিজেক্ট করা হলো। মরিয়া হয়ে উঠলাম কারন খোজার জন্য। প্রথমে সাকসেস ম্যানেজারের সাথে কথা বললাম এবং তিনি বুঝিয়ে বলে দিলেন আমার যোগ্যতা সম্পর্কে এবং পরামর্শ দিলেন যে প্রো সেলার হতে হলে তোমাকে এই দিক গুলো ফলো করতে হবে। যেহেতু প্রথমবার রিজেক্ট হয়েছি তাই আমাকে ৬ মাস অপেক্ষা করতে হবে পুনরায় এপ্লাই করার জন্য এবং এটা আমার জন্য পারফেক্ট সময় নিজেকে তৈরি করার জন্য।
এর মধ্যে আমি ফাইভার এজেন্সির জন্য এপ্লাই করার পরিকল্পনা করি। সাকসেস ম্যানেজারের সাথে আলোচনা করে এজেন্সির জন্য এপ্লাই করি।
কিন্তু এখানেও যে বাধা বিপত্তি আসবে তা কল্পনা তে ছিলো না। যাইহোক লক্ষ্য তো নির্দিষ্ট ছিলো, পুনরায় সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু। এক মাস পরে আবার এপ্লাই করার সুযোগ পেলাম এজেন্সির জন্য, কিন্তু এবারও ব্যার্থ। টপ রেটেড হওয়ার পরেই যত বাধা বিপত্তি সামনে আসছে। এবার অপেক্ষার পালা দীর্ঘ, আমাকে পুনরায় সুযোগ দেয়া হবে ৩ মাস পর। নিজের ইম্প্রুভমেন্ট করা শুরু করলাম এবং মাস পর পুনরায় এপ্লাই করলাম। ভাগ্য এবারও সহায় হলো না, আমাকে এপ্রুভাল দেওয়া হলো না এবং আমি কোন কারন দেখতে পাচ্ছি না কেনো এটা করা হলো। তারপর সাপোর্ট এ কথা বলি এবং আমার সবচেয়ে ভালো বন্ধু সাকসেস ম্যানেজারের সাহায্য চাই। তিনি আমাকে একটা ছোট ভুল সংশোধন করতে বলেন এবং আমি সেটা করে তাকে জানাই যে আমি করেছি। তার ২ দিন পরে আলহামদুলিল্লাহ এজেন্সি এপ্রুভাল পেয়ে যাই।
এখন পর্যন্ত যা কিছু পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ, কিন্তু আমার লক্ষ্য যে ভাবেই হোক প্রো সেলার হতেই হবে।
একটা বিষয় বলতে ভুল গিয়েছিলাম যে, ২০২৪ সালে IFD (International Freelancer Day) তে ইনভাইটেশন পেয়েছি টপ রেটেড সেলার হওয়ার কারনে এবং এটাই প্রথম আমি কোন ফাইভার অফিশিয়াল প্রোগ্রাম জয়েন করার সুযোগ পেয়েছি। এই ইভেন্ট আমার লক্ষ্যে পৌছানোর মনোবল কয়েক গুন বাড়িয়ে দিয়েছে এবং একটা অফিশিয়াল বিশাল কমিউনিটির সাথে কানেক্টেড হওয়ার সুযোগ করে দিয়েছে। যেখানে অসংখ্য প্রফেশনাল ও প্রোডাক্টিভ মানুষের সংস্পর্শে আসতে পেরেছি এবং তাদের সাথে মেশার সুযোগ হওয়া ছিলো আমার আশীর্বাদ। বিশেষ করে ফাইভারের কমিউনিটি ম্যানেজার জনাব জাহিদুল ইসলাম জাহিদ ভাই এবং কমিউনিটির সদস্য প্রত্যেককেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সংস্পর্শে আসার সুযোগ না আসলে অনেক কিছুতেই অপূর্নতা থেকে যেতো। এবং ফাইভারকে ধন্যবাদ জানাই এরকম একটি ইন-পারসন ইভেন্ট আয়োজন করার জন্য।
যাইহোক নিজের লক্ষ্যের গল্পতে ফিরি, যেহেতু আমার কাংখিত লক্ষ্যে এখনো পৌছাতে পারিনি, তাই সেই লক্ষ্যে পৌছানোর জন্য বাকি সময়ে প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট পুরন করার জন্য নিজের প্রচেষ্টা চালিয়ে যাই।
২০২৫ সালের জানুয়ারিতে আমি পুনরায় এপ্লাই করি। এপ্লাই করার পূর্বেই সবকিছু ভালোভাবে দেখে নিয়ে সাকসেস ম্যানেজারের সাথে কথা বলে এপ্লাই করি।
কিন্তু, ২ দিন পর ফাইভার থেকে আমাকে আবারও এপ্লিকেশন রিজেকশনের ইমেইল পাঠানো হয়। তখন সাকসেস ম্যানেজার এবং প্রো রিভিউ টীমকে ও মেইল এর রিপ্লাই দিয়ে কারন জানতে চাই। সাকসেস ম্যানেজা আমাকে আমাকে জানালেন তিনি প্রো টিমের সাথে বিষয়টি দেখছেন।
২/৩ দিনের মধ্যেই আমি মন থেকে মেনে নিলাম যে আমি এখনো প্রো সেলার হওয়ার জন্য যোগ্য নই। সবকিছু স্বাভাবিক হয়ে গেলো এবং আমি আমার মতন কাজ করছি। কিন্তু কয়েকদিন পর, প্রতিদিনের মতো আমি ঘুম থেকে উঠে ফাইভার এবং ইমেইল নোটিফিকেশন চেক করছি। হটাৎ একটা ইমেইল আমাকে চমকে দিলো।
Congratulations you've been selected as a pro freelancer.
হয়তো আমিই তখন পৃথিবীর সবচেয়ে সুখি ব্যক্তি। আলহামদুলিল্লাহ আমার কাংখিত লক্ষ্যে এসে পৌছাতে পেরেছি অবশেষে।
Inspired by Kausar's journey? Visit his Fiverr profile to explore his work and see how he does it.