Fiverr Community
+00:00 GMT
Clubs
/
Bangladesh
/
Content
Sellers in the news
April 15, 2025

ফাইভারে আহসান এর সৃজনশীল ও স্বাধীন ক্যারিয়ার গড়ার গল্প

ফাইভারে আহসান এর সৃজনশীল ও স্বাধীন ক্যারিয়ার গড়ার গল্প
# Seller Story
# Bangladesh

একটি স্বপ্ন, একাগ্রতা আর ফাইভারের মাধ্যমে গড়ে ওঠা ডিজাইন এজেন্সি

ahasanhabib792
ahasanhabib792
ফাইভারে আহসান এর সৃজনশীল ও স্বাধীন ক্যারিয়ার গড়ার গল্প

ফ্যাশন ডিজাইনার হিসেবে নামকরা গার্মেন্টস কোম্পানিতে ছয় অংকের স্যালারিতে টিম ম্যানেজমেন্ট, প্রডাকশন টাইমলাইন আর নতুন নতুন কালেকশন তৈরির ব্যস্ততা থেকে মুক্তি নিয়ে নিজের মাঝে দীর্ঘ সময় ধরে লালিত হওয়া সৃজনশীল এবং স্বাধীন ক্যারিয়ার গড়ার স্বপ্ন বিভোর থাকা অবস্থায় ২০১৯ সালে আমি পরিচিত হই গ্লোবাল ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম Fiverr এর সাথে।
চাকরির পরে রাত জেগে আমি ফ্রিল্যান্সিং শুরু করি Fiverr-এ। আমার প্রথম অর্ডার ছিল মাত্র ৫ ডলার। শুনতে ছোট মনে হলেও, আমার জন্য এটা ছিল বিশাল এক অর্জন। কারণ এটা ছিল সেই প্রমাণ—পৃথিবীর কোথাও কেউ আমার স্কিলকে মূল্য দিচ্ছে।
ধীরে ধীরে অর্ডার আসতে থাকে। একটা থেকে দুটো, তারপর দশটা। কাজ বাড়তে থাকল, ক্লায়েন্ট বাড়তে থাকল। আমি বুঝতে পারলাম, এটা শুধু সাইড হ্যাসেল না—এটা ভবিষ্যতের একটা পথ।
এরই মাঝে এলো কোভিড মহামারী।সবকিছু বন্ধ হয়ে গেল। গার্মেন্টস ইন্ডাস্ট্রি থমকে গেল। আমাদের কোম্পানিও বাকি সবার মতো স্যালারি কাটলো ৪০-৬০ শতাংশ পর্যন্ত। আমি তখনও কোম্পানির চুক্তিতে কাজ করছিলাম, কিন্তু বাসা থেকেই অফিস চলছিল। আর ঠিক সেই সময়টাতেই, অফিস শেষ করে অতিরিক্ত সময়গুলোতে আমি Fiverr-এ বেশি সময় দিতে শুরু করলাম। রাত জেগে কাজ করতাম, ক্লান্ত হলেও থেমে যাইনি।
ধীরে ধীরে আমি “নিউ সেলার” থেকে “লেভেল ১”, তারপর “লেভেল ২” এবং অবশেষে ২০২২ সালে আমি “টপ রেটেড সেলার” হই।
এই স্বীকৃতি আমাকে সাহস দিয়েছিল। আমি বুঝে গিয়েছিলাম—আমি এর চেয়েও বড় কিছু তৈরি করতে পারি।
শুরু থেকে নিজেকে এই অবস্থায় নিয়ে আসতে আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি তা নিয়ে বললে,
প্রতিটি ক্লায়েন্টের সঙ্গে পেশাদার এবং আন্তরিক সম্পর্ক বজায় রাখা:
আমি সবসময় চেষ্টা করেছি ক্লায়েন্টের প্রজেক্টকে আমার নিজের মতো করে যত্ন নিয়ে দেখা। টাইমলি কমিউনিকেশন, ক্লিয়ার এক্সপেকটেশন সেট করা এবং প্রজেক্ট শেষে ফিডব্যাক চাওয়াটা আমাকে অনেক repeat clients এনে দিয়েছে।
ছোট কাজগুলোও বড় গুরুত্ব দিয়ে করা:
আমার Fiverr যাত্রা শুরু হয়েছিল মাত্র $৫ ডলারের অর্ডার দিয়ে। কিন্তু আমি কোনো কাজকে ছোট করে দেখিনি। প্রত্যেকটা প্রজেক্ট আমি এমনভাবে করেছি যেন সেটা আমার পোর্টফোলিওতে যোগ করার মতো হয়।
নিজেকে নিয়মিত আপডেট রাখা ও শেখা:
Fiverr-এর মার্কেটপ্লেস প্রতিনিয়ত বদলাচ্ছে। আমি সময় বের করে নতুন স্কিল শিখেছি, মার্কেট ট্রেন্ড স্টাডি করেছি এবং নিজের সার্ভিস প্রেজেন্টেশনকে আরও প্রফেশনাল ও পরিষ্কার করেছি।
প্রতি মাসে সেলফ রিভিউ ও টার্গেট সেট করা:
আমি প্রতি মাসে সময় নিয়ে দেখি—কী কাজ করলো, কী করলো না। এরপর ছোট ছোট টার্গেট ঠিক করি। এই স্ব-মূল্যায়ন আমাকে অনেক দ্রুত Grow করতে সাহায্য করেছে।
বিরতির সময়কেও প্রোডাক্টিভ বানানো:
অফিস টাইম শেষ হওয়ার পর যে সময়টা পাচ্ছিলাম, সেটাকে আমি Netflix বা ফেসবুকে না কাটিয়ে Fiverr-এ প্রোফাইল উন্নত করার, ক্লায়েন্ট মেসেজ রিপ্লাই দেওয়ার, কিংবা লার্নিং কনটেন্টে ব্যয় করতাম।
নেগেটিভ রিভিউ থেকে শেখা, দমে না যাওয়া:
সবারই মাঝে মাঝে খারাপ রিভিউ আসে। আমি সেটা নিয়ে হতাশ না হয়ে, সেখান থেকে শিখেছি। পরের বার কিভাবে আরও ভালো সার্ভিস দিতে পারি, সেটা মাথায় রেখে চলেছি।
২০২৩ সালে আমি চাকরি ছেড়ে পুরোপুরি নিজের কোম্পানিতে সময় দেওয়া শুরু করি—Design Squad Sourcing নামে আমার ফ্যাশন ডিজাইন ও সোর্সিং এজেন্সি, যা এখন Fiverr-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন ক্লায়েন্টদের সার্ভিস দিচ্ছে। আমি ক্রিয়েটিভ দিক আর ক্লায়েন্ট কমিউনিকেশন দেখি, আর আমার টিম কাজের বাস্তবায়ন করে।
আর সবচেয়ে দারুণ ব্যাপারটা কী জানেন? আমি এখন যেকোনো জায়গা থেকে কাজ করতে পারি।
বাসায়, অথবা ট্র্যাভেলের সময়, শুধু ল্যাপটপ থাকলেই আমি অফিস চালাতে পারি। কোনো ৯-৬ রুটিন না, ট্র্যাফিক না, সময়ের পেছনে দৌড় না।
আমরা ধাপে ধাপে আমাদের টিম বড় করছি, আর আমি চাই একদিন আমরা Fiverr-এ বিশ্বের অন্যতম শীর্ষ ফ্যাশন ডিজাইন এজেন্সিতে পরিণত হই। আমার লক্ষ্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শুধু আমি না—আমাদের দেশের প্রতিভাবান ফ্যাশন ডিজাইনাররাও সুযোগ পাবে নিজেদের তুলে ধরার।
যারা এখনো ভাবছেন ফ্রিল্যান্সিং শুরু করবেন কি না—শুরু করে দিন আজই।
আমি শুরু করেছিলাম মাত্র ৫ ডলারের অর্ডার দিয়ে। যদি আপনি বিশ্বাস রাখেন নিজের স্কিলের ওপর, সাহস রাখেন শুরু করার, তাহলে আপনিও পারবেন।
Fiverr শুধু আমার ক্যারিয়ার বদলায়নি— এটা আমার জীবনটাই বদলে দিয়েছে।

Inspired by Ahsan's journey? Visit his Fiverr profile to explore his work and see how she does it.
Comments (21)
Popular
avatar

Dive in

Related

1:19
video
বাংলাদেশ কমিউনিটি ক্লাবে সবাইকে আন্তরিক স্বাগতম! আপনাদের কমিউনিটি ম্যানেজার এর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছাবার্তা।
By sophiseguin • Mar 24th, 2025 Views 446
Resource
Fiverr এর মাইনর পলিসি: যা জানা জরুরি
By Md Zahidul Islam • Jul 1st, 2025 Views 20