Jump to content

rasheduzzaman57

Member
  • Posts

    184
  • Joined

  • Last visited

Recent Profile Visitors

427 profile views

rasheduzzaman57's Achievements

Newbie

Newbie (1/14)

  • Conversation Starter Rare
  • Week One Done
  • One Month Later
  • One Year In Rare
  • Very Popular Rare

Recent Badges

143

Reputation

Single Status Update

See all updates by rasheduzzaman57

  1.  

    লে...
    এখন ভালো করে স্প্যামিং কর!

    কি বুজলে না তো?🤔🤯
    Keep reading...☺️

    উল্লেখ্য যে, ফাইভার এর  Buyer Request অপশন টা নতুনদের জন্য অনেক কার্যকরী একটা ফিচার যেখানে বায়ারদের পোষ্ট করা জব দেখে ইচ্ছা মত প্রতিদিন 10 টা করে অফার বা অ্যাপ্লাই করা যেত। যার প্রপোজাল বায়ারকে ভালো লাগতো বায়ার তাকে কাজটা দিত। 
    সোজা হিসাব 😇


    আমাদের সবাইকেই এই কাজটা করতে হয়েছিল যারা আজ অনেক অনেক বড়।  অনেক অনেক অটো অর্ডার পায় তারাও একদিন ঐ Buyer Request সেকশনে ঘুরাঘুরি করত। আশায় থাকতো কখন আসবে একটা রিকোয়েস্ট। আর কখন সবার আগে ধাম করে আমার অ্যাপ্লিকেশন টা দিবো☺️

    দুঃখজনক হলেও সত্যি যে ইদানিং এই Buyer Request সেকশনটার যা...তা হাল হয়ে গিয়েছিল।

    কেমন?
    ওই যে বললাম নতুনেরা সবাই এই ধান্দায় থাকে ওখানে কখন একটা জব রিকোয়েস্ট আসে আর কখন
    আমি ধাম করে অফার সেন্ড করি।
    কোনো লিঙ্ক থাকলে সেটা ভিসিট না করেও বলা যায় না কাজটা পরা যাবে কি না। তাই ধুম ধাম ভিসিট করতে হয় লিঙ্কএ 

    এই অবলা নৃহ কর্ম প্রত্যাশী মানুষদেরকে কিছু কুচক্রী দুষ্টু লোক fake জব রিকোয়েস্ট পোষ্ট করে  তাদের বোকা বানিয়ে বিভিন্ন ভাবে ওয়েব ট্রাফিকিং করত।

    সোজা কথা, এই লোকেদের কাজের কথা বলে মুরগি বানিয়ে অন্য ওয়েব সাইটের ভিউ বাড়াইনিত।

    এসব আবার করা আমাদের দলেরই কিছু মার্কেটার 😪

    আবার এমনও দেকসি কেউ কেউ Fake জব ডেসক্রিপশ লিখে নিজের Gig এর লিঙ্ক দিয়ে ভিউ ক্লিক বারাইত।

    Note: যদিও প্রথমের জন ওয়েব ট্রাফিকিং করে অন্যের ওয়েব সাইটের ভিউ রাঙ্কিং বাড়িয়ে তার কাছে মার্কেটিং বাবদ টাকা পেতো কিন্তু Gig লিঙ্ক শেয়ার করে খালি বালুতে pee করাই আর কিছুই না যদিও দুইটার একটিও ভালো বলা যায় না।

    যাই হোক, এগুলা ছিলো স্প্যামিং বা ইন্টারনেট জগতে নিন্দনীয়, গর্হিত ও  অপরাধ মূলক কাজ।
    এর মাধ্যমে অন্যকে ইউজ করে নিজেকে লাভবান করার প্রয়াস চালানো কখনোই ভালো না। যেহেতু কামের একটা জায়গায় অকাম বেশি শুরু হয়ে গিয়েছিল তাই Fiverr সেটাকে ডিটেক্ট করে বন্ধ করে দিয়ে নতুন কিছু আনছে। যেটাতে Buyer আগের মত রিকোয়েষ্ট send করবে ঠিকই কিন্তু যার Gig বা সার্ভিস এর সাথে মিলবে তাদের মধ্যে রেন্ডমলি কিছু সেলার সে রিকোয়েষ্ট টা পাবে। কথা বলে বায়ার যাকে ভালো মন করবে তাকেই কাজটা দিবে...
    Note: এজন্য অবশ্যই manage_gigs  পেজে গিয়ে Get briefs ও Accepting Custom Orders বাটন গুলা চালু করে রাখবেন 

    তো,
    লে...
    এখন ভালো করে স্প্যামিং কর!

    এটা একটা আক্ষেপ এর কথা... তদের জন্য যারা এতদিন আমাদেরকে ইউজ করত নিজে ফায়দা হাসিলের জন্য।
    সাথে সাথে তদের জন্য যারা আমাদের মাঝে বুঝে না বুঝে Gig লিঙ্ক শেয়ার করতেন

    307923133_1258641444902606_5500190684714204809_n.jpg

×
×
  • Create New...