Jump to content

nihar_sajal

Member
  • Posts

    147
  • Joined

  • Last visited

Everything posted by nihar_sajal

  1. আমার ফাইবার একাউন্টটি আমার ভাইয়ের ইনফরমেশন দিয়ে খুলেছিলাম । তখন আমার এনআইডি কার্ড ছিল না । একাউন্টের মধ্যে 5টি রিভিউ রয়েছে কিন্তু এখনো একাউন্ট ভেরিফাইড হয় নি। এখন আমার এনআইডি কার্ড আছে আমি চাচ্ছিলাম একাউন্টটি আমার ইনফরমেশন দিয়ে ভেরিফিকেশন করতে। একাউন্ট খোলার সময় যে ইনফরমেশন দিয়েছিলাম সে গুলো রিমুভ করে আমার নিজের ইনফরমেশন দিয়ে ভেরিফিকেশন করলে কি কোনো সমস্যা হবে ? অভিজ্ঞ ভাইয়াদের মতামত চাচ্ছি সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন

  2. আমি ফাইবারে level 2 seller হতে যাচ্ছি। এখন আমার মনে একাউন্ট নিয়ে অনেক প্রশ্ন জাগতেছে । মাঝে মাঝে একাউন্ট ডিজেবলের অনেক পোস্ট দিচ্ছেন দেখছি গ্রুপে। আমি একই ওয়াইফাই দিয়ে আমার এবং আমার ভাইয়ের নামে দুটি একাউন্ট চালাচ্ছি। আমার পুরাতন একাউন্ট থেকে নতুন একাউন্টে ২ জন ক্লায়েন্টকে দিয়ে ৩টি অর্ডার নিয়েছি। নতুন একাউন্ট থেকে এখনো টাকা উইথড্র দেওয়া হয় নি।

    আমার প্রশ্নগুলো হচ্ছে

    ===============

    ১. একটি Payoneer একাউন্ট কি মাল্টিপল ফাইবার একাউন্টে এড করা যাবে? এতে করে কি কোন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে?

    ২. একটি ওয়াইফাইয়ে কি মাল্টিপল একাউন্ট ব্যবহার করা যাবে? এতে করে কি কোন সমস্যা হতে পারে?

    ৩. আমি যে পুরাতন একাউন্ট থেকে নতুন একাউন্টে ক্লায়েন্ট নিয়েছি এতে করে কি পুরাতন একাউন্টের কোন সমস্যা হতে পারে?

    ৪. আমার এখন কি করা উচিত? কি করলে আমি সব দিক দিয়ে সেইফ থাকতে পারবো ?

    বড় ভাইয়াদের  মূল্যবান সলিউশন দিয়ে আমাকে সাহায্য করলে আমি উপকৃত হব

    আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

    ধন্যবাদ

    নিহার সজল 

  3. আমি উইক্স ও ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি । আমি চাচ্ছিলাম উইক্স ও ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা আলাদা একাউন্ট করে কাজ করতে। কিন্তু আমার ল্যাপটপ একটাই । আমি কি একটি পিসিতে দুটি একাউন্ট ব্যবহার করতে পারবো?? যদি করতে পারি তাহলে আমাকে কি কি করতে হবে। সবার অভিজ্ঞতা থেকে মতামত চাচ্ছি।

  4. Congratulations 😘🖤 go ahead bro!
×
×
  • Create New...