Jump to content
Credit আসসালামু আলাইকুম, সম্মানিত বড় ভাই। আমার একাউন্ট level two কোন Warning নেই। আমি গতো ১০ জুন একটা গিগ খুলেছিলাম ফাইভারে। আমরা জামি গিগ খুলে পাবলিশ করলে একটা (congrass) notification আসে। সেটা আমি পাইনি। তাই মনে করেছিলাম আমার গিগে কোন সম্যসা আছে। আমি support এ যোগাযোগ করি। তারা আমাকে গিগ মডিফাই করার কথা বলেছিলো। আমি তাদের কথা মতো গিগ মডিফাইড করি। এবং তাদেরকে আমি মডিফাইড করে জানাই। এবাবে দুই দিন কথা হয়েছে। আমি মডিফাইড করে, থাদের কে বার বার বলেছিলাম এখন টিক আছে কি না। তারা এই কথা এরিয়ে Gig create করার জন্য কি কি একটা লিং দিয়ে দেয়।😭 পরে ২ থেকে তিন ঘন্টা পরে দেখি আমার একাউন্ট under review 😭. আমার গিগে কি ভুল আছে সেটা আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো। আবার সাপোর্টে যোগাযোগ করলাম। আমার গিগ description এর স্ক্রিনশট শহ। ২৪ ঘন্টা পরে আমাকে মেইল দিয়ে জানানো হয়। আমি নাকি youtube subscription, এই নিষিদ্ধ service দিয়েছি। 🤔। আমি এই services নিয়ে অনেক সতর্ক ছিলাম ভাই৷ কোন ক্লাইন কে আমি সরাসরি এমন service provide করিনি। ১০০+ order completed. (Seller plus) buy করেছিলাম। আর আমার service এ যদি ভুল থাকে, থাহলে warning দিয়ে একাউন্ট ডিজেবল করা উচিত। warning ছাড়া account under review 😭 দয়া করে আমাকে সাহায্য করেন 🙏 একাউন্ট ফিরে পেতে। জাহিদুল ইসলাম ভাই, এবং মেহেদী হাসান ভাইয়ে সাহায্য কামনা করি।

IMG_20230801_155637.jpg


abdur016

Credit

আসসালামু আলাইকুম, সম্মানিত বড় ভাই। আমার একাউন্ট level two কোন Warning নেই। আমি গতো ১০ জুন একটা গিগ খুলেছিলাম ফাইভারে। আমরা জামি গিগ খুলে পাবলিশ করলে একটা (congrass) notification আসে। সেটা আমি পাইনি। তাই মনে করেছিলাম আমার গিগে কোন সম্যসা আছে। আমি support এ যোগাযোগ করি। তারা আমাকে গিগ মডিফাই করার কথা বলেছিলো। আমি তাদের কথা মতো গিগ মডিফাইড করি। এবং তাদেরকে আমি মডিফাইড করে জানাই। এবাবে দুই দিন কথা হয়েছে। আমি মডিফাইড করে, থাদের কে বার বার বলেছিলাম এখন টিক আছে কি না। তারা এই কথা এরিয়ে Gig create করার জন্য কি কি একটা লিং দিয়ে দেয়।😭 পরে ২ থেকে তিন ঘন্টা পরে দেখি আমার একাউন্ট under review 😭. আমার গিগে কি ভুল আছে সেটা আমি স্ক্রিনশট দিয়ে দেখাবো। আবার সাপোর্টে যোগাযোগ করলাম। আমার গিগ description এর স্ক্রিনশট শহ। ২৪ ঘন্টা পরে আমাকে মেইল দিয়ে জানানো হয়। আমি নাকি youtube subscription, এই নিষিদ্ধ service দিয়েছি। 🤔। আমি এই services নিয়ে অনেক সতর্ক ছিলাম ভাই৷ কোন ক্লাইন কে আমি সরাসরি এমন service provide করিনি। ১০০+ order completed. (Seller plus) buy করেছিলাম। আর আমার service এ যদি ভুল থাকে, থাহলে warning দিয়ে একাউন্ট ডিজেবল করা উচিত। warning ছাড়া account under review 😭 দয়া করে আমাকে সাহায্য করেন 🙏 একাউন্ট ফিরে পেতে। জাহিদুল ইসলাম ভাই, এবং মেহেদী হাসান ভাইয়ে সাহায্য কামনা করি।

From the category:

New New Album Test

· 2,162 images
  • 2,162 images
  • 129 image comments

Photo Information


Recommended Comments

There are no comments to display.

Please sign in to comment

You will be able to leave a comment after signing in



Sign In Now
×
×
  • Create New...