আসসালামু আলাইকুম সম্মানিত মেন্টর, আমি একজন নতুন সেলার, গত নভেম্বর থেকে ফাইবারে অ্যাকটিভ আছি। অলরেডি ০৫ গিগ পাবলিশ করেছি । প্রত্যকটি গিগেই মোটামুটি ভাবে ইমপ্রেসন ও ক্লিক আসতেছে। কিছু ক্লাইন্টের কাছ থেকে ম্যাসেজ পেয়েছি, কিন্তু আমি অনেক চেষ্টা করেও আর রিপ্লে পাইনি । সেক্ষেত্রে আমি কি করতে পারি,,,,,দয়া করে অভিজ্ঞ জনেরা জানাবেন প্লিজ। আমাকে কি আরো অপে...