Jump to content

Alternatives of payoneer and paypal for Bangladeshi Freelancers


riyad1913

Recommended Posts

পেওনির আগের তুলনায় চার্জের পরিমান অতিরিক্ত হারে বাড়াই ফেলসে! ইয়ারলি ২৯.৯৫ ডলার, প্রতি লেনদেন এ ৩ ডলার এক্সট্রা , তার উপর আমার একাউন্ট এ নতুন নিয়ম করসে, ব্যাংক ট্রান্সফার এ ৩% এক্সট্রা কেটে নিবে। পাশাপাশি তারা ডলারের রেট টাও অনেক কম দেয়(প্রতি ডলারে ৩/৪ টাকা কম দেয়া হয়।)
 

কমিউনিটির সবাই এক হয়ে যদি ফাইভার অথরিটির কাছে রিকোয়েস্ট করি যে ফাইভার আর পেপাল এর একটা অল্টারনেটিভ কোনো পেমেন্ট রিসিভিং অপ্সন চালু করে (লাইক ডিরেক্ত ব্যাংক উইথড্রও্যাল, পেওনির এর থার্ড পার্টি হওয়া ছাড়া,) অথবা ওয়াইস/ রিভল্ট/ রেমিটলি , তাহলে আমাদের অনেক সুবিধা হতো!

বছর খানেক আগেও পেওনির খুব ভালো মানের সার্ভিস দিতো। এখন তাদের সার্ভিস কোয়ালিটি এত নিম্ন মানের হয়ে গেছে কি বলতাম! 🙂
 

  • Like 7
  • Up 3
Link to comment
Share on other sites

আমাদের সকলের দাবি ডাইরেক্ট ব্যাংক উইথড্রো এটা নিয়ে জাহিদ ভাই এবং মেহেদী ভাই অলরেডি ফাইবারের সাথে কথা বলেছেন  এবং চেষ্টা করে যাচ্ছেন। আশা করব খুব শিগ্রই এটি চালু হোক যদি আমরা সকলে মিলে ক্লাবে লিখতে পারি আমাদের সকলের কথা জানাতে পারি তাহলেই সম্ভব । আসুন সবাই মিলে বলি ডাইরেক্ট ব্যাংক উইথড্রো চাই।

ধন্যবাদ

  • Like 5
  • Up 2
Link to comment
Share on other sites

×
×
  • Create New...