Jump to content

বাংলাদেশে ফাইবার অফিশিয়াল ইভেন্ট। 


alamin_pro52

Recommended Posts

 

গতবছর থেকে থেকে ফাইবার বাংলাদেশে অফিশিয়াল ইভেন্টের আয়োজন শুরু করে। এখনো পর্যন্ত ২টি বড় ইভেন্টের আয়োজন হয় ঢাকায়। 

 

  • ০১. ফাইবার ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ডে ১৯ অক্টোবর ২০২২। 
  • ০২. ফাইবার ইফতার মাহফিল এবং নেটওয়ার্কিং ০৯ এপ্রিল ২০২৩ । 

 

এটি ইনভাইট অনলি ইভেন্ট ছিলো। তাই টপ প্রফেশনালরা একত্রিত হয়েছিলেন ইভেন্টে। আলহামদুলিল্লাহ আমিও দুটো ইভেন্টেই জয়েন করেছিলাম। 

 

ফাইবার অফিসিয়াল ইভেন্টগুলো অন্যান্য ইভেন্টের মতো নয়। এখানে কমিউনিটির সাথে নেটওয়ার্কিং বা সংযুক্ত হওয়াকে বেশি গুরুত্ব দেয়া হয়। মজার ব্যাপার হচ্ছে, এই ইভেন্ট গুলোতে কোন বিজ্ঞাপন, পার্সোনাল ব্র্যান্ডিং, কোর্স বিক্রি ইত্যাদি সুযোগ নেই। 

কেবলমাত্র টপ প্রফেশনালরা তাদের বাস্তব অভিজ্ঞতা গুলোই শেয়ার করেন এখানে। যা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অনেক টপ প্রফেশনালদের সাথে দেখা হয় যা ইভেন্ট ছাড়া পারসোনালি ভাবে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব নয়।পুরো ইভেন্টের মধ্যে কখনো বোরিং লাগেনি। 

ইভেন্টের পরিকল্পনা থেকে শুরু করে সম্পূর্ণ হওয়া পর্যন্ত সমস্ত কার্যাবলী ফাইবার কমিউনিটি টিম লিড জাহিদ ভাই, এবং ফাইবার কমিউনিটি টিম লিডার মেহেদী ভাই করে থাকেন। তাদের পরিকল্পনা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই ইভেন্ট গুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। 


পূর্বের ইভেন্ট গুলোতে উপস্থিত ছিলেন: 

ফাইবার ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ডে ১৯ অক্টোবর ২০২২:

  • টপরেটেড ফ্রিল্যান্সার ৩৭ জন‌‌।
  • লেবেল টু ফ্রিল্যান্সার ৫০ জন।
  • লেবেল ওয়ান ফ্রিল্যান্সার ৭ জন।
  • নিউ সেলার ৩ জন। 
  • এবং গেষ্ট ১৩ জন।


ফাইবার ইফতার মাহফিল ৯ এপ্রিল ২০২৩:

ইভেন্টে ৫ জন ফাইভার প্রো, ৪০ জন ফাইভার টপ রেটেড ফ্রিল্যান্সার এবং অন্যান্য টপ কোয়ালিটি, প্রফেশনাল এবং কমিউনিটি কানেক্টেড ১৫০+ জন ব্যক্তিত্বদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছিল ফাইভার এর ইফতার এবং নেটওয়ার্কিং ইভেন্ট।

 

এবছরও ১৯ অক্টোবর ২০২৩ ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ডে আয়োজন করা হচ্ছে ঢাকায়। এবছর ইভেন্টে জয়েন হতে যাচ্ছেন ২০০ জন টপ প্রফেশনাল ফ্রিল্যান্সারা। এটি ইনভাইট অনলি ইভেন্ট। যারা ফাইবার থেকে এবং ফাইবার কমিউনিটি টিম লিডার থেকে ইনভাইট পেয়েছেন। কেবলমাত্র তারাই এই ইভেন্টে জয়েন করতে পারবেন। 

যারা ইতিমধ্যে ইনভাইট পেয়েছেন তাদের জন্য শুভকামনা রইলো। 

 

ধন্যবাদ,
মোঃ আলামিন 

International Freelancer Day 2022 (6).jpg

International Freelancer Day 2022 (4).jpg

International Freelancer Day 2022 (5).jpg

International Freelancer Day 2022 (2).jpg

International Freelancer Day 2022 (3).jpg

International Freelancer Day 2022 (1).jpg

International Freelancer Day 2022 (7).jpg

Fiverr Ifter Mahfil And Networking Event (7).jpg

Fiverr Ifter Mahfil And Networking Event (6).jpg

Fiverr Ifter Mahfil And Networking Event (2).jpg

Fiverr Ifter Mahfil And Networking Event (8).jpg

Fiverr Ifter Mahfil And Networking Event (3).jpg

Fiverr Ifter Mahfil And Networking Event (4).jpg

Fiverr Ifter Mahfil And Networking Event (1).JPG

  • Like 11
  • Thanks 1
Link to comment
Share on other sites

7 hours ago, designboss4 said:

Fiver iftar event e join korar sovaggo hoyesilo and darun experience hoyesilo vai but aybar mone hoi r invite pabo na r🙂

হ্যা ভাই, দারুন অভিজ্ঞতা যা বলে বুঝানো যাবে না।

  • Like 6
Link to comment
Share on other sites

×
×
  • Create New...