Jump to content

This work of fever is about not getting work .


shohelahmedmba

Recommended Posts

If your impression is better but not getting clicks, it means your cover image isn't attractive enough so work on it, if you get impressions and clicks but do not get an order then you have to work on your pricing or description, hope it works.
Best wishes for your new journey.

  • Like 5
  • Up 1
Link to comment
Share on other sites

@engshimul ভাই যেরকমটি বলেছে, অনলাইনে থেকে খুব একটা লাভ হবে না। তবে যদি পারেন অনলাইনে থাকবেন, এতে ক্ষতি নেই। ফিল্টার অপশনে শুধুমাত্র অনলাইনে থাকা সেলারদের দেখার একটা অপশন আছে, কপাল ভাল থাকে ফিল্টারে পরে যেতে পারেন। 

তবে, নতুন হিসেবে নিচের বিষয় গুলো খেয়াল রাখবেনঃ 

  • আপনার ক্যাটাগরিতে যারা নিয়মিত অর্ডার পাচ্ছে তাদের গিগগুল দেখুন এবং আপনার গিগ এর সাথে কম্পেয়ার করুন। অনেক কিছুই পাবেন যেটার কারনে আপনি পিছিয়ে আছেন।
    • গিগ ইমেজ, গিগ টাইটেল, গিগ ডেসক্রিপশন ইত্যাদি। কম্পেয়ার করুন এবং আপনার গিগ উন্নত করার চেষ্টা করুন। তবে কাউকে কপি করবেন না।
  • ধৈর্য ধারণ করুন আপনিও অর্ডার পাবেন যেহেতু অন্যারাও পাচ্ছে। আজকে যারা অনেক অর্ডার পাচ্ছে তারাও যখন নতুন অবস্থায় ধৈর্য ধারণ করেছিল। আপনার ক্যারীয়ার শুরুর এটাও একটি ধাপ। 
  • মনে রাখবেন, কোন বায়ার যদি আপনাকে নক দেন, তাহলে অবশ্যই যত দ্রুত পারেন রেস্পন্স করুন। চেষ্টা করবেন যেন বায়ার আপনার থেকে ফিরে না যায়। এবং অর্ডার দিলে ভালভাবে অর্ডারটি কম্পলিট করুন।
  • বায়ারকে কখনই রিভিউ দিতে ফোরস করবেন না কিংবা বোনাস চাইবেন না। 
  • বায়ার কোন কারনে খারাপ ব্যাবহার করলে আপনি উত্তেজিত হবেন না। ভদ্রভাবে কথা বলুন এবং সমাধান না হলে ফাইভার কাস্টমার কেয়ারে বিষয়টি জানান।
  • যদি আপনি ফ্রি থাকেন, দুশ্চিন্তা হয়, তাহলে নিজের স্কিল গ্রো করার পেছনে সময় ব্যয় করুন। 

আশা করছি আপনি আপনার প্রথম অর্ডার শিগগিরি পাবেন 🙂

ধন্যবাদ!

Edited by mustafizur_r
স্পেলিং মিস্টেক
  • Like 5
Link to comment
Share on other sites

×
×
  • Create New...