soldiert85 Posted May 23 Share Posted May 23 প্রথমে একটা বিষয় বলা প্রয়োজন, কিছুদিন ধরে ক্লাবে অনেক মেম্বার রা অন্য পেমেন্ট মেথড নিয়ে কথা বলছেন এবং আমার মত অনেকেই বলছেন যে, যেকোন অন্য পেমেন্ট মেথব এবং এর মধ্যে Wise বেস্ট হতে পারে! কিন্তু বর্তমানে কিছু দেশে wise রেস্ট্রিকশন্স নিয়ে এসেছে, তাই আমি wise রেস্ট্রিকশন্স বিষয়ে যা জেনেছি তা নিয়ে পোস্ট করছি এখনে সকল কে জানানোর জন্য। যেহেতু এটা wise নিয়ে পোস্ট করা তাই এই পোস্ট টা যদি আমাদের ক্লাব এবং ফাইভার রুলস এর বাহিরে হয় তাহলে @seven_sign জাহিদ ভাইয়া আপনি প্লিজ কমেন্ট করবেন তাহলে আমি এই পোস্ট টা ডিলিট করে দেব! ওকে, Let's get started! অনেকেই জেনেছেন বর্তমানে বাংলাদেশে wise একাউন্ড তৈরি করতে দিচ্ছে না! এবং আমি ও এমনটাই শুনে আসছি গত কয়েকদিন ধরে! আবার অনেকে তাদের মেইল এর স্কিনশট ও পোস্ট করেছিলেন, কিন্তু আমি তাদের কাছ থেকে আমি কোন ধরনের মেইল পাই নাই! মানে নতুন কোন আপডেট আসছে কিনা এই বিষয়ে, তাই আমি এই রেস্ট্রিকশন্স এর ব্যাপার টা তাদের কাছে থেকে ক্লিয়ার ভাবে জানার জন্য তাদের কে মেসেজ করি! wise এর রিপ্লাই দেখে যা বুঝেছি সেটা হল, বর্তমানে বাংলাদেশ থেকে নতুন একাউন্ট তৈরি করতে পারবেন এবং আপনি মানি সেন্ড ও করতে পারবেন! কিন্তু অন্য কারো থেকে মানি রিসিভ করার জন্য একাউন্ড ডিটেইলস পাবেন না! এবং এই ইফেক্ট টা শুধু মাত্র নতুন একাউন্ড এর জন্য! আগে যাদের একাউন্ড করা আছে তাদের একাউন্ড এর উপরে এই ইফেক্ট টা পড়বে না! এখন পর্যন্ত যারা জেনেছেন যে, বর্তমানে নতুন একাউন্ড তৈরি করতে দিচ্ছে না বা এমন কিছু তাহলে সেই ইনফরমেশন টা ভূল! এখন এই যে রেস্ট্রিকশন্স এর ব্যাপার টা আসছে, সেটা নিয়ে wise কাজ করছেন! wise বলছেন যে তারা সকলকে একাউন্ড দিতে চায়, কিন্তু বর্তমানে কিছু দেশ এবং শহরের জন্য অফ আছে! বর্তমানে কোন কোন দেশ এবং শহরের জন্য অফ করা হয়েছে সেই সমস্থ দেশের তালিকা গুলো এই লিংক থেকে চেক করতে পারেন। আপনি যদি লিস্ট চেক করেন তাহলে দেখতে পারবেন যে, রেস্ট্রিকশন্স দেশের লিস্ট টা অনেক বড়!!! এবং সেখানে অন্য অনেক দেশের সাথে বাংলাদেশ ও আছে। wise তো চাচ্ছে সকল কে একাউন্ড দিতে এবং বর্তমানে রেস্ট্রিকশন্স দেশের সংখ্যা ও অনেক বেশি, তারা বলেছেন যে তাদের এই সার্ভিস টা নিয়ে কাজ করছেন। তাই হয়তো শিঘ্রই নতুন কোন আপডেট শিঘ্রই আসবে। এবং আমার মেসেজ এর রিপ্লাই এ জানানো হয়েছে যদি কোন আপডেট আসে তাহলে আমাকে জানানো হবে। তারা আমাকে জানাবে কিনা আমি জানি না কিন্তু, আমি যদি নতুন কোন আপডেট জানতে পারি wise এর মাধ্যমে তাহলে আমি এখানে সকলের জন্য আপডেট টা শেয়ার করে দেব। আমি আশা করছি যাদের এই wise রেস্ট্রিকশন্স বিষয়ে জানার আগ্রহ ছিল এবং জানতে চেয়েছিলেন তাদেরকে ধারনা দিতে পেরেছি। যদি কারো কাছে নতুন কোন আপডেট থেকে থাকে তাহলে জানাবেন। 7 Link to comment Share on other sites More sharing options...
mdnazmul_sobuz Posted May 23 Share Posted May 23 Thanks for the infomation. 2 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts