Jump to content

কিভাবে আমি আমার 5 Stars রেটিং ধরে রাখতে পারি?


Recommended Posts

আমি আমার ফাইভ স্টার রেটিং ধরে রাখতে প্রতিনিয়ত চেষ্টা করি, কিন্তু আমি আমার ফাইভস্টার রেটিং ধরে রাখতে পারছি না।  নানা চড়াই উৎরাই পার হয়েও ফাইভস্টার ধরে রাখার বিশাল এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আমাদের কমিউনিটিতে অনেক সিনিয়র ভাই আছে যারা ফাইভ স্টার রেটিং নিয়ে আছেন, আমাদের একটু জানাবেন আমরা কিভাবে ফাইভস্টার রেটিং ধরে রাখতে পারি এবং আপনাদের পক্ষে স্পেশাল তাই গাইড লাইন দিবেন। আপনাদের অগ্রিম ধন্যবাদ। 

ধন্যবাদান্তে, 

মোঃ রেজওয়ানুল হক সজীব 

  • Like 6
  • Sad 1
  • Up 1
Link to comment
Share on other sites

6 hours ago, rezwanulshajib said:

আমি আমার ফাইভ স্টার রেটিং ধরে রাখতে প্রতিনিয়ত চেষ্টা করি, কিন্তু আমি আমার ফাইভস্টার রেটিং ধরে রাখতে পারছি না।  নানা চড়াই উৎরাই পার হয়েও ফাইভস্টার ধরে রাখার বিশাল এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আমাদের কমিউনিটিতে অনেক সিনিয়র ভাই আছে যারা ফাইভ স্টার রেটিং নিয়ে আছেন, আমাদের একটু জানাবেন আমরা কিভাবে ফাইভস্টার রেটিং ধরে রাখতে পারি এবং আপনাদের পক্ষে স্পেশাল তাই গাইড লাইন দিবেন। আপনাদের অগ্রিম ধন্যবাদ। 

ধন্যবাদান্তে, 

মোঃ রেজওয়ানুল হক সজীব 

ভালো সার্ভিস প্রভাইড করেন রেটিং এর সমস্যা হবেনা। ক্লাইন সেটিসফাই হলে অবশ্যই ৫ স্টার দিবে। আগে আপনার সার্ভিস ভাল দিতে হবে এর বিকল্প নাই।

  • Like 5
Link to comment
Share on other sites

কাজ করার সময়, মাঝে মাঝে ক্লাইন্ট কে কাজ দেখান! 

আপনি কোন ক্যাটাগরি তে কাজ করেন তা আমি জানি না! কিন্তু মনে করেন, ১০০% এর মধ্যে ৫০-৬০% কাজ কমপ্লিট করার পরে তা আপনার ক্লাইন্ট কে স্কিনশট নিয়ে দেখান এবং বলেন যে আপনি কত % কাজ কমপ্লিট করেছেন! এবং আপনার ক্লাইন্ট এর সাথে সুন্দর ভাবে যোগাযোগ রাখেন! এতে করে ক্লাইন্ট খুশি হবেন, কেননা আপনি কতটুকু কাজ করেছেন তা তো আপনার ক্লাইন্ট কে দেখাচ্ছেন। এর পরে ধরেন আপনার ক্লাইন্ট আপনাকে বললেন যে, এটা দেখতে এমন দেখাচ্ছেন কেন? মানে, আপনার ক্লাইন্ট যেমন চাচ্ছেন আপনি যে পরিমান কাজ কমপ্লিট করেছেন তা তো আর এমন দেখাচ্ছেন না, তাহলে আপনি বলুন যে, এটা ফাইনাল আউটপুট সুন্দর হবে! এভাবে ক্লাইন্ট এর সাথে সুন্দর ভাবে যোগাযোগ রাখেন। এবং সর্বচ্চ চেষ্টা করেন আপনার প্যাকেজ অনুযায়ী ভাল সার্ভিস প্রদান করতে! 

 

অনেকে মনে করেন যে কম প্রাইজে বেশি সার্ভিস প্রদান করলে মনে হয় ক্লাইন্ট আবার আসবে এবং সুন্দর রিভিউ দিবেন! ব্যাপার টা আসলে এমন না! 

আপনার প্যাকেজ অনুযায়ী আপনার প্রাইজ পার্ফেক্ট রাখুন, আপনার প্রাইজ যদি ও বেশি হয় তাহলে যেই ক্লাইন্ট এর বাজেট আপনার প্রাইজ অনুযায়ী তিনি ই আসবেন! 

আমি যে বিষয় গুলো বলেছি সেগুলো যদি মনে হয় ভুল, অথবা কোন সমস্যা থাকে তাহলে আপনাদের মতামত আমাকে জানাবেন, তাহলে আপনাদের কাছ থেকে আমি আরো কিছু শিখতে পারব। ধন্যবাদ

  • Like 8
  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...