Jump to content

ফাইভার কি কোন প্রতয়ন পত্র or certification দিয়ে থাকে?


mzsonet

Recommended Posts

Hello Everyone, 

আমি একজন video editor আর digital content specialist. 

আমি যানতে চাচ্ছিলাম ফাইভার কি marketplace থেকে কোন প্রতয়ন পত্র or certification দিয়ে থাকে? আমি film-making এর উপর পড়াশুনা করার জন্য ভিভিন্ন university তে apply করছি, আর আমার যদি কাজের কোন exprience দেখাতে পারি তাহলে scolorship টা খুব সহজে পেয়ে যেতে পারি। 

Exprience আমারা বিভিন্ন ভাবে দেখাতে পারি, কিন্তু সত্তিকার অর্থে verified exprience সব যায়গায় প্রয়োজন।

তাই আমি যানতে চাচ্ছিলাম আমাদের freelancer community এর মধ্যে কেও কি কোন certification নিয়েছেন? অথবা এই প্রতয়ন পত্র or certification নেওয়ার উপায় কি?
কারও যানা থাকলে অবশ্যই জানাবেন। আমাদের সকলের উপকার হবে। 

ধন্যবাদ
শ্রদ্ধা এবং শুভেচ্ছা
সনেট 

DSC_0008 (2).JPG

  • Like 3
  • Up 2
Link to comment
Share on other sites

×
×
  • Create New...