Jump to content

fiverr help


Recommended Posts

বায়ার না বলে অর্ডার করার কারণে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করা সম্ভব হয়নাই এখন অনেকেই বলতে পারে তাহলে কি না বলে অর্ডার করা যাবে না অবশ্যই না বলে অর্ডার করা যাবে কিন্তু আমি কি অফার করতেছি সেটা বায়ারের অবশ্যই দেখে দিতে হবে আমার কাজের ক্ষমতার বাহিরের কাজ দিলে তো আমার পক্ষে করা সম্ভব না এবং আমি গিগ এর নিচে লিখে দিয়েছি যে অর্ডার করার আগে আমার সাথে কন্টাক কর সেটা বড় বিষয় না next -  তাই ফাইবার সাপোর্ট এর মাধ্যমে অর্ডার ক্যানসেল করার পর তারা আমাকে বলেছিল যে আমার অর্ডার কমপ্লিট এর রেট কমে গেলে সেটা ঠিক করে দিবে কিন্তু অর্ডার বাতিল হওয়ার পর তারা আর আমার কমপ্লিটের রেট টা করা ঠিক করে দেয় না।তারা মেইলের মাধ্যমে আমাকে জানাইলো যে এটা ঠিক করে দিবে। অর্ডার বাতিল হওয়ার পর তাদের সাথে যোগাযোগ করার কথা বলল  আমি যোগাযোগ করলাম কিন্তু তারা আর এটা কমপ্লিটের রেট টা ঠিক করে দিতে চাচ্ছে না। আমি জানিনা ফাইবারের মত কোম্পানি তাদের কথা কিভাবে উল্টাপাল্টা করে এটা ব্যক্তি পর্যায়ে হলে মানা যায় তো কিন্তু একটা কোম্পানির তারা দেওয়ার কথা বলে দেবে না কেন না দিয়েছে তাতেও আমার কোন আপত্তি নেই ফাইবার এরকমই এতদিন আমি বিশ্বাস করতাম যে ফাইবার সেলারদের সাপোর্ট দিতে তারা খুবই কঠিন  আজ সত্যি প্রমাণিত হলো। যাইহোক ক্লাবে এই গরুর রচনা লেখার কারণ কি আর এটা লিখে আমার লাভ কি আমি নিজেও জানিনা। আমার এই কথাগুলো শুধুমাত্র একটা গরুর রচনা মাত্র ফাইবার এর কাছে এবং এটা লেখার পর আমার প্রোফাইল থাকে কিনা সেটাও জানিনা  😥🥲

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

যদি বায়ার কেনসেল রিকোয়োস্ট পাঠায়, আর আপনি একসেপ্ট করেন, তাহলে কেনসেল রেট ঠিক করবে না। 

  • Like 1
Link to comment
Share on other sites

19 minutes ago, mizudesign04 said:

বায়ার না বলে অর্ডার করার কারণে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করা সম্ভব হয়নাই এখন অনেকেই বলতে পারে তাহলে কি না বলে অর্ডার করা যাবে না অবশ্যই না বলে অর্ডার করা যাবে কিন্তু আমি কি অফার করতেছি সেটা বায়ারের অবশ্যই দেখে দিতে হবে আমার কাজের ক্ষমতার বাহিরের কাজ দিলে তো আমার পক্ষে করা সম্ভব না এবং আমি গিগ এর নিচে লিখে দিয়েছি যে অর্ডার করার আগে আমার সাথে কন্টাক কর সেটা বড় বিষয় না next -  তাই ফাইবার সাপোর্ট এর মাধ্যমে অর্ডার ক্যানসেল করার পর তারা আমাকে বলেছিল যে আমার অর্ডার কমপ্লিট এর রেট কমে গেলে সেটা ঠিক করে দিবে কিন্তু অর্ডার বাতিল হওয়ার পর তারা আর আমার কমপ্লিটের রেট টা করা ঠিক করে দেয় না।তারা মেইলের মাধ্যমে আমাকে জানাইলো যে এটা ঠিক করে দিবে। অর্ডার বাতিল হওয়ার পর তাদের সাথে যোগাযোগ করার কথা বলল  আমি যোগাযোগ করলাম কিন্তু তারা আর এটা কমপ্লিটের রেট টা ঠিক করে দিতে চাচ্ছে না। আমি জানিনা ফাইবারের মত কোম্পানি তাদের কথা কিভাবে উল্টাপাল্টা করে এটা ব্যক্তি পর্যায়ে হলে মানা যায় তো কিন্তু একটা কোম্পানির তারা দেওয়ার কথা বলে দেবে না কেন না দিয়েছে তাতেও আমার কোন আপত্তি নেই ফাইবার এরকমই এতদিন আমি বিশ্বাস করতাম যে ফাইবার সেলারদের সাপোর্ট দিতে তারা খুবই কঠিন  আজ সত্যি প্রমাণিত হলো। যাইহোক ক্লাবে এই গরুর রচনা লেখার কারণ কি আর এটা লিখে আমার লাভ কি আমি নিজেও জানিনা। আমার এই কথাগুলো শুধুমাত্র একটা গরুর রচনা মাত্র ফাইবার এর কাছে এবং এটা লেখার পর আমার প্রোফাইল থাকে কিনা সেটাও জানিনা  😥🥲

আপনি গরুর রচনা বাদ দিয়ে প্রফেশনালি বর্ণনা করুন কিভাবে অর্ডার ক্যানসেল করেছেন এবং আপনি সাপোর্টকে কি জানিয়েছিলেন। আপনি চাইলে স্ক্রিনশট শেয়ার করতে পারেন। এখানে অবশ্যই আপনাদের মধ্যে ভুল বুঝা-বুঝি হচ্ছে।

  • Like 2
Link to comment
Share on other sites

×
×
  • Create New...