sajeebnatore Posted April 2 Share Posted April 2 আসসালামু আলাইকুম। আমার একটা বিষয় নিয়ে জানার ছিল টিপিং নিয়ে। মাঝে মাঝে এমন হয় যে কোন কাজ কমপ্লিট হওয়ার পর বায়ার সেই অর্ডার রিলেটেড ছোট কোন এক্সট্রা কাজের জন্য রিকুয়েস্ট করে যেমন আমি মোবাইল এ্যপ্স ডেভেলপমেন্ট করি, মাঝে মাঝে অর্ডার কমপ্লিট করার পর বলে এই আইকন / কালারটা একটু চেঞ্জ করে দেন বা এইটা একটু এড করে দেন বা নুতুন কোন ফিচার এড করেন ইত্যাদি। এই অবস্থায় আমি যদি বায়ার কে বলি যে এক্সট্রা কাজের এমাউন্ট টা অর্ডার পেজের টিপ অপশন থেকে পে করে দেন তাহলে কোন সমস্যা হবে কিনা? সাধারনত আমি বলি, আপনি চাইলে অর্ডার পেজের টিপ অপশন থেকে পে করতে পারেন অথবা আপনি চাইলে আমি নতুন অফার পাঠাতে পারি। ম্যাক্সিমাম টাইম বায়ার টিপ দিয়ে দেয়। নতুন অর্ডার নিলে সেটা এভারেজ সেল এমাউন্ট থেকে কম হয়ে যাবে। তাই চাচ্ছিলাম না এভারেজ সেল রেট ্থেকে কম প্রাইজে গিগ সেল করতে। 8 Link to comment Share on other sites More sharing options...
engshimul Posted April 3 Share Posted April 3 এটা বায়ারের ইচ্ছার উপরে ছেড়ে দিতে পারেন। যেভাবে তিনি comfortable সেভাবেই তিনি করবেন। পেমেন্টের এমাউন্ট ঠিক থাকলে এটা নিয়ে বায়ারের ইচ্ছার পরিবর্তন করার অনুরোধ করা যাবে না। এ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থেকে জানালাম। 3 Link to comment Share on other sites More sharing options...
sajeebnatore Posted April 3 Author Share Posted April 3 14 minutes ago, engshimul said: এটা বায়ারের ইচ্ছার উপরে ছেড়ে দিতে পারেন। যেভাবে তিনি comfortable সেভাবেই তিনি করবেন। পেমেন্টের এমাউন্ট ঠিক থাকলে এটা নিয়ে বায়ারের ইচ্ছার পরিবর্তন করার অনুরোধ করা যাবে না। এ বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থেকে জানালাম। অনুরধ করিনা। আমি তাদের ২ টা অপশন দেই। বলি তিনি চাইলে টিপ হিসেবে পে করে দিতে পারেন আবার চাইলে আমি নিউ অফার পাঠাতে পারি। তবে ম্যাক্সিমাম বায়ারই টিপ হিসেবেই পে করে দেয় 3 Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts