Jump to content

সেলার প্লাস প্লান


bct2016

Recommended Posts

নতুন লেভেল ২ একাউন্ট এ সেলার প্লাস কোন পোগ্রামটা নিলে ভাল হবে? সেলার প্লাস স্টেডার্ডটা নাকি প্রিমিয়াম প্লান টা? বড়ভাই যারা ব্যবহার করছেন কে কোন প্লানটা নিয়েছেন?

Screenshot_1.jpg

  • Like 3
Link to comment
Share on other sites

যত গুড় তত মিষ্টি,
$20 দিয়ে যে বাড়তি সুবিধাগুলো পাবেন সেগুলো নিজের জন্য জরুরী মনে হলে প্রিমিয়াম প্ল্যান নিবেন। নচেৎ স্ট্যান্ডার্ড প্ল্যান নিবেন।

  • Like 3
Link to comment
Share on other sites

ডেডিকেটেড সাক্সেস ম্যানেজার সেলার প্লাসের কি ফিচার। প্রথম ১/২ মাস প্রিমিয়াম প্লান এ থেকে সাক্সেস ম্যানেজারের সাথে কথা বলে নিজের প্রোফাইলের কারেকশন করিয়ে নিলে অনেক ভালো হয়। তাই নতুন অবস্থায় যদি সেলার প্লাসে জেতে চান , আমি সাজেস্ট করবো ১/২মাস অন্তত প্রিমিয়াম প্যাকেজে থাকতে। 

  • Like 4
Link to comment
Share on other sites

19 hours ago, bct2016 said:

নতুন লেভেল ২ একাউন্ট এ সেলার প্লাস কোন পোগ্রামটা নিলে ভাল হবে? সেলার প্লাস স্টেডার্ডটা নাকি প্রিমিয়াম প্লান টা? বড়ভাই যারা ব্যবহার করছেন কে কোন প্লানটা নিয়েছেন?

Screenshot_1.jpg

আপনি যদি বেটার কিছু চান তাহলে প্রিমিয়ামটা নিতে পারেন। কারণ আপনি এখানে এক্সট্রা কিছু হেল্পফুল ফীচার পাবেন

১) একজন সাকসেস ম্যানেজার পাবেন। যার সাথে আপনি যেকোনো সমস্যাতে ইমেইল অথবা ভিডিও কল এ কথা বলতে পারবেন।
২) কোনো অর্ডারের ডেলিভারি বায়ার একসেপ্ট করলে আপনি ১% ফী দিয়ে সেটি তুলে নিতে পারবেন।
৩) আপনি টপ রেটেড এর রিকুইরেমেন্টস কমপ্লিট করলে আপনাকে প্রায়োরিটিতে রাখবে TRS ব্যাজ দেবার জন্য।
৪) আপনি আপনার গিগ থেকে অটো অর্ডার সিস্টেম বন্ধ করতে পারবেন।

image.png.2d05903d787a992f108fd63216ec7f8d.png

  • Like 5
Link to comment
Share on other sites

×
×
  • Create New...