Jump to content

ইমেইল শেয়ার করা


Recommended Posts

আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট অথবা স্পেসিফিক্যালী বলতে গেলে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি তাদের অনেক সময় ডোমেইন এবং হোস্টিং এক্সেস নেওয়ার জন্য ইমেল শেয়ার করার প্রয়োজন পরে।
এটা সেফলি শেয়ার করার উপায় কি?
অর্ডার পেইজে শেয়ার করি আমি কিন্তু এটার ভালো এবং খারাপ দিকটা কেউ কি তুলে ধরতে পারবেন?
অনেক বায়ার আছে যারা নাছোড় বান্দা! উনারা নিজের ইউজারনেম এবং পাসওয়ার্ড দিতেই চায়না, ওরা নতুন ইউজার ক্রিয়েট করে তারপর দেয়। এই জন্য ওদের একটি ইমেইল এড্রেস দেওয়াই লাগে।

এমন্তাবস্থায় করনী কি?

ধন্যবাদ।

  • Like 1
  • Up 3
Link to comment
Share on other sites

আপনি যদি কাজের জন্য নিয়ে থাকেন থাহলে ভয় পাবার কিছু নেই। আপনি শুধু আপনার জায়গাতে সঠিক থাকেন।

ধন্যবাদ,
হাসনাত হান্নান তামিম

  • Like 3
Link to comment
Share on other sites

×
×
  • Create New...