Jump to content

Direct local bank transfer Option টা কি ফিউচারে আমরা পাব?


soldiert85

Recommended Posts

Direct local bank transfer অপশন টা ফিউচারে কি আমরা পাব কিনা এই বিষয়ে জানাবেন! 
কারন, পেওনিয়ার অনেক সময় কোন দোষ ছাড়াই একাউন্ড ব্লক করে দেয়!!! এবং তার একটা বাস্তব প্রমান আমি! আমার NID Card এ Mohammad না দিয়ে Md. সেট করেছিলো অফিস থেকে, যার কারনে আমি পেওনিয়ার একাউন্ড ভেরিফাই করতে পারি নাই! এবং এই বিষয় টা আমি পেওনিয়ার অফিসিয়াল ফেইসবুক পেইজে জানাই এবং সেখান থেকে আমাকে সময় দেওয়া হয় আমি যেন সরকারী প্রসেসিং এর মাধ্যেম নাম এর বানান ভূল ঠিক করি, এবং আমি আবেদন ও করি! কিন্তু ৪-৫ দিন পরে আমার পেওনিয়ার একাউন্ড ডিজিবল করে দেই! আমি শত চেষ্টা করে ও পেওনিয়ার এর কাছ থেকে এর কোন সঠিক উত্তর পাই নাই!

  • Confused 1
  • Sad 1
  • Up 5
Link to comment
Share on other sites

অনেকের এমন সমস্যা হইতেছে এখন। প্লেস্টরে পেওনিয়ারের খারাপ রেটিং দেখলে বুঝা যায়।

  • Like 2
Link to comment
Share on other sites

On 3/8/2023 at 5:01 AM, soldiert85 said:

Direct local bank transfer অপশন টা ফিউচারে কি আমরা পাব কিনা এই বিষয়ে জানাবেন! 
কারন, পেওনিয়ার অনেক সময় কোন দোষ ছাড়াই একাউন্ড ব্লক করে দেয়!!! এবং তার একটা বাস্তব প্রমান আমি! আমার NID Card এ Mohammad না দিয়ে Md. সেট করেছিলো অফিস থেকে, যার কারনে আমি পেওনিয়ার একাউন্ড ভেরিফাই করতে পারি নাই! এবং এই বিষয় টা আমি পেওনিয়ার অফিসিয়াল ফেইসবুক পেইজে জানাই এবং সেখান থেকে আমাকে সময় দেওয়া হয় আমি যেন সরকারী প্রসেসিং এর মাধ্যেম নাম এর বানান ভূল ঠিক করি, এবং আমি আবেদন ও করি! কিন্তু ৪-৫ দিন পরে আমার পেওনিয়ার একাউন্ড ডিজিবল করে দেই! আমি শত চেষ্টা করে ও পেওনিয়ার এর কাছ থেকে এর কোন সঠিক উত্তর পাই নাই!

আমরা ফাইভারকে জানিয়েছি, কিন্তু এখনো কোনো আপডেট আসে নাই।

  • Like 6
Link to comment
Share on other sites

ভাইয়া আরেকটা বিষয়, পেওনিয়ার অনেক সময় কোন কারন ছাড়াই একাউন্ড ডিজিবল এবং রিভিউ তে নিয়ে যায়! এরকম অনেক ফ্রিল্যান্সার আছে, যাদের Fiverr একাউন্ড নিজের নামে এবং সেখানে পেওনিয়ার অন্য জনের নামে! তো এই বিষয় টা যদি ফিউচারে সমস্যা হয় তাহলে তো অনেক বড় সমস্যা! তাই লোকাল ব্যাংক ট্রান্সফার টা জরুরী! এখন পেওনিয়ার থেকে বলা হয় পলিসি ইসু এর কারনে! কিন্তু আসলে এগুলো পলিসি ইশুর জন্য না! সাপোর্টে কথা বললে শুধু অটো রিপ্লাই, বিষয় টা খুবি দু:খ জনক। একখন আপনারা যদি বলেন, কোন কারন ছাড়া একাউন্ট সমস্যা হয় না পেওনিয়ার, তাহলে এমন অনেক ফ্রিল্যান্সার খুজে বের করা যাবে, এটার প্রমান সহ। তাই লোকাল ব্যাংক ট্রান্সফার টা খুবি জরুরী

  • Up 4
Link to comment
Share on other sites

On 3/9/2023 at 12:34 AM, sadekmiah30 said:

অনেকের এমন সমস্যা হইতেছে এখন। প্লেস্টরে পেওনিয়ারের খারাপ রেটিং দেখলে বুঝা যায়।

আসলে রেটিং বিষয় টা সকলেই দেখেছে, কিন্তু সব সময় যে রেটিং দেখে সার্ভিস বুঝব এমন না! বির্তমানে রেটিং এর চেয়ে ও খারাপ! যেহেতু Fiverr থেকে একমাত্র পেওনিয়ার এর মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারি। আর যদি সমস্যা টা এখানেই হয়, তাহলে আমরা যারা ফুল টাইম Fiverr এ কাজ করি তাদের ফিউচারে ক্যারিয়ার নিয়ে সমস্যা হতে পারে মার্কেট প্লেসে।

  • Like 4
Link to comment
Share on other sites

×
×
  • Create New...