Jump to content

বায়ার থেকে কিভাবে একটু বড় রিভিউ চাওয়া যায়?


sketchsalman143

Recommended Posts

আসসালামু-আলাইকুম।আমি সালমান, একজন লোগো এন্ড ব্রান্ড আইডেন্টিটি ডিজাইনার।

আমার প্রশ্ন হলো বায়ার যদি বড় আকারে রিভিউ দেয়, তাহলে কি একাউন্ট দ্রুত রেঙ্ক করার সম্ভাবনা থাকে?

আর যদি রেঙ্ক করার সম্ভাবনা থেকেই থাকে তাহলে আমি কিভাবে ক্লায়েন্টকে একটু বিস্তারিত বর্ণনা দিয়ে বড় করে রিভিউ দেওয়ার কথা বলতে পারি?

  • Like 6
Link to comment
Share on other sites

1 hour ago, sketchsalman143 said:

আসসালামু-আলাইকুম।আমি সালমান, একজন লোগো এন্ড ব্রান্ড আইডেন্টিটি ডিজাইনার।

আমার প্রশ্ন হলো বায়ার যদি বড় আকারে রিভিউ দেয়, তাহলে কি একাউন্ট দ্রুত রেঙ্ক করার সম্ভাবনা থাকে?

আর যদি রেঙ্ক করার সম্ভাবনা থেকেই থাকে তাহলে আমি কিভাবে ক্লায়েন্টকে একটু বিস্তারিত বর্ণনা দিয়ে বড় করে রিভিউ দেওয়ার কথা বলতে পারি?

ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ, 

 আমার মনে হয় বড় বা ছোট রিভিউ কোনো পার্থক্য নেই। রিভিউ পেলেই হবে না। Client এর কাছে ব্যক্তিগত কিছু মতামত চাওয়া হয়। যেটা হিডেন রিভিউ বলে।  ওইটা সব থেকে বেশি  কার্যকরী। 

  • Like 5
  • Up 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

2 hours ago, sketchsalman143 said:

আসসালামু-আলাইকুম।আমি সালমান, একজন লোগো এন্ড ব্রান্ড আইডেন্টিটি ডিজাইনার।

আমার প্রশ্ন হলো বায়ার যদি বড় আকারে রিভিউ দেয়, তাহলে কি একাউন্ট দ্রুত রেঙ্ক করার সম্ভাবনা থাকে?

আর যদি রেঙ্ক করার সম্ভাবনা থেকেই থাকে তাহলে আমি কিভাবে ক্লায়েন্টকে একটু বিস্তারিত বর্ণনা দিয়ে বড় করে রিভিউ দেওয়ার কথা বলতে পারি?

রিভিউ টেক্সটে ১ লাইন নাকি ৪ লাইন লিখেছে সেটা বড় ব্যাপার না, আপনাকে পাবলিক রিভিউতে কত ষ্টার দিয়েছে সেটা আপনার প্রোফাইলের সাথে সম্পৃক্ত। এবং পাবলিক রিভিউ এর পাশাপাশি বায়ারের কাছে একটি প্রাইভেট ফিডব্যাক চাওয়া হয়, সেটা আরো বেশি ইম্পরট্যান্ট। সুতরাং আপনি যত ভালো সার্ভিস দেবেন, বায়ারের সাথে যত ভালো সম্পর্ক থাকবে আপনার ভালো রেটিং পাবার সম্ভবনা ততো বেশি হবে।

  • Like 6
  • Up 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, coder71 said:

রিভিউ টেক্সটে ১ লাইন নাকি ৪ লাইন লিখেছে সেটা বড় ব্যাপার না, আপনাকে পাবলিক রিভিউতে কত ষ্টার দিয়েছে সেটা আপনার প্রোফাইলের সাথে সম্পৃক্ত। এবং পাবলিক রিভিউ এর পাশাপাশি বায়ারের কাছে একটি প্রাইভেট ফিডব্যাক চাওয়া হয়, সেটা আরো বেশি ইম্পরট্যান্ট। সুতরাং আপনি যত ভালো সার্ভিস দেবেন, বায়ারের সাথে যত ভালো সম্পর্ক থাকবে আপনার ভালো রেটিং পাবার সম্ভবনা ততো বেশি হবে।

আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ 

  • Like 5
Link to comment
Share on other sites

3 hours ago, rafique_sumon said:

ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ, 

 আমার মনে হয় বড় বা ছোট রিভিউ কোনো পার্থক্য নেই। রিভিউ পেলেই হবে না। Client এর কাছে ব্যক্তিগত কিছু মতামত চাওয়া হয়। যেটা হিডেন রিভিউ বলে।  ওইটা সব থেকে বেশি  কার্যকরী। 

আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ 

  • Like 3
Link to comment
Share on other sites

যদিও এক ভাই ইতিমধ্যে বলে দিয়েছে টেক্স কত বড় তা মূল বিষয় নয়, বিষয় হলো রেটিং কত দিয়েছে।

কিন্তু আর একটা বিষয় জানা জরুরী যে আপনি ক্লাইন্টের কাছে টেক্স আকারে বা বিস্তারিত বা রেটিং চাইতে পারবেন না, যাস্ট বলতে পারবেন ”তুমি একটা ফিডব্যাগ দাও, যা আমাকে পরবর্তী কাজে ইম্পোমেন্ট হতে সহযোগিতা করবে”  এরপর ক্লাইন্ট তার কিছু লিখতে ইচ্ছা হলে লিখবে না হলে নাই, কিন্তু কি লিখবে বা একটু বড় করে, বা একটু বিস্তারিত লিখতে বললে সেটা ফাইভারের পলিসি ইস্যু ধরে ওয়ার্নিং দিতে পারে।

  • Like 3
Link to comment
Share on other sites

×
×
  • Create New...