Jump to content

আমার অর্ডার রিভিশন এ রেখে দিয়েছে এখন আমি কি করতে পারি ?


jahedtanvir

Recommended Posts

হ্যালো! বিজ্ঞ ভাইয়েরা আমি ফাইবারে নতুন | লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি নিয়ে কাজ করি | আমি একটা বিষয় প্রবলেমে পড়েছি সেটা হচ্ছে বায়ার আমাকে 50 টা লিড কালেক্ট করার জন্য বলে আমি 50 অধিক কালেক্ট করে তাকে দেই, এরপরে সে বলে তার একটি গুগোল ফর্ম আছে তাদের দিয়ে ফরমটি পূরণ করিয়ে দিতে হবে | এরপরে আমি 2/3 দিন চেষ্টা করেছি কিন্তু সেটা সম্ভব হচ্ছে না সেটা আমি বলেছি | আমি লিড কালেক্ট করে দিয়েছি লিড যা চেয়েছো কিন্তু গুগোল ফর্ম পূরণ করার প্রথমে কোন কথা ছিলনা | বায়ার এখন আমার অর্ডার রিভিশন এ রেখে দিয়েছে | এখন তার কথা হচ্ছে ওই পঞ্চাশ জনকে দিয়ে তার গুগোল ফর্ম পূরণ করিয়ে দিতে হবে তা না পারলে সে রিভিশন এ রেখে দিবে | এখন আমি কি করতে পারি ?

  • Confused 1
  • Sad 6
Link to comment
Share on other sites

আপনার গিগে যদি গুগল ফর্ম ফিলাপ করার সার্ভিসের কথা উল্লেখ না থাকে,

লিড কালেক্ট করে দেবার পূর্বে ফর্ম পূরণ করিয়ে দিবেন এই কথা যদি বায়ার/আপনার থেকে বলা না হয়ে থাকে

গুগল ফর্ম পূরণ করিয়ে দিবে এই সার্ভিস এর জন্য তার থেকে কোন অর্থ না নিয়ে থাকেন,

এবং এই কাজটি যদি আপনার পক্ষে সম্ভবপর না হয়ে থাকে

কেবল তাহলেই,

 

প্রথমে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন যে ফর্ম পূরণ করিয়ে দেয়াটা আপনার সার্ভিস এর মধ্যে পড়েনা।

সে যদি মেনে নিতে না চায় তবে চাইলে ফাইভার কাস্টমার সাপোর্টে বিস্তারিত জানিয়ে সমাধান চাইতে পারেন।

তবে চেষ্টা করুন আপনার বায়ারকে বিষয়টি বুঝিয়ে সুন্দরভাবে অর্ডারটি সম্পন্ন করতে।

  • Like 6
  • Up 1
Link to comment
Share on other sites

1 hour ago, jahedtanvir said:

হ্যালো! বিজ্ঞ ভাইয়েরা আমি ফাইবারে নতুন | লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি নিয়ে কাজ করি | আমি একটা বিষয় প্রবলেমে পড়েছি সেটা হচ্ছে বায়ার আমাকে 50 টা লিড কালেক্ট করার জন্য বলে আমি 50 অধিক কালেক্ট করে তাকে দেই, এরপরে সে বলে তার একটি গুগোল ফর্ম আছে তাদের দিয়ে ফরমটি পূরণ করিয়ে দিতে হবে | এরপরে আমি 2/3 দিন চেষ্টা করেছি কিন্তু সেটা সম্ভব হচ্ছে না সেটা আমি বলেছি | আমি লিড কালেক্ট করে দিয়েছি লিড যা চেয়েছো কিন্তু গুগোল ফর্ম পূরণ করার প্রথমে কোন কথা ছিলনা | বায়ার এখন আমার অর্ডার রিভিশন এ রেখে দিয়েছে | এখন তার কথা হচ্ছে ওই পঞ্চাশ জনকে দিয়ে তার গুগোল ফর্ম পূরণ করিয়ে দিতে হবে তা না পারলে সে রিভিশন এ রেখে দিবে | এখন আমি কি করতে পারি ?

জাহিদ ভাই যেভাবে বলেছে সেইভাবে করুন। প্রথম এ বাইয়ার কে সুন্দর ভাবে বুঝাই বলবেন। তার সাথে কি কথা হইছে, আপনি কি কাজ করবেন সেটা আগেই আলোচনা করছেন, সেটা বাইয়ার কে স্ক্রিনশর্ট নিয়ে দেখিয়ে বলুন যে এইটা কথা ছিল। ফর্ম এর বিষয় টা ছিল না। যদি সেটা চাই আর যদি পারেন তবে তাকে বলুন আলাদা ভাবে কাজ দিলে করে দিবেন, না পারলেও বুঝাই বলবেন। সুন্দর ভাবে বাইয়ার কে বুঝাই বলবেন। আপনার সাথে যেটা কথা হইছে, সেই কাজ সব ঠিক মতো যদি করা থাকে, বাইয়ার এর পরেও যদি বলতে থাকে,, সব শেষে কাস্টমার সাপোর্ট এ বলবেন স্ক্রিনশর্ট সহ। সবকিছু ডিটেলস বলবেন। আসা করি সমাধান পাবেন 

  • Like 6
  • Up 1
Link to comment
Share on other sites

57 minutes ago, seven_sign said:

আপনার গিগে যদি গুগল ফর্ম ফিলাপ করার সার্ভিসের কথা উল্লেখ না থাকে,

লিড কালেক্ট করে দেবার পূর্বে ফর্ম পূরণ করিয়ে দিবেন এই কথা যদি বায়ার/আপনার থেকে বলা না হয়ে থাকে

গুগল ফর্ম পূরণ করিয়ে দিবে এই সার্ভিস এর জন্য তার থেকে কোন অর্থ না নিয়ে থাকেন,

এবং এই কাজটি যদি আপনার পক্ষে সম্ভবপর না হয়ে থাকে

কেবল তাহলেই,

 

প্রথমে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন যে ফর্ম পূরণ করিয়ে দেয়াটা আপনার সার্ভিস এর মধ্যে পড়েনা।

সে যদি মেনে নিতে না চায় তবে চাইলে ফাইভার কাস্টমার সাপোর্টে বিস্তারিত জানিয়ে সমাধান চাইতে পারেন।

তবে চেষ্টা করুন আপনার বায়ারকে বিষয়টি বুঝিয়ে সুন্দরভাবে অর্ডারটি সম্পন্ন করতে।

অনেক অনেক ধন্যবাদ ভাই|

  • Like 1
Link to comment
Share on other sites

31 minutes ago, wordpressboss said:

জাহিদ ভাই যেভাবে বলেছে সেইভাবে করুন। প্রথম এ বাইয়ার কে সুন্দর ভাবে বুঝাই বলবেন। তার সাথে কি কথা হইছে, আপনি কি কাজ করবেন সেটা আগেই আলোচনা করছেন, সেটা বাইয়ার কে স্ক্রিনশর্ট নিয়ে দেখিয়ে বলুন যে এইটা কথা ছিল। ফর্ম এর বিষয় টা ছিল না। যদি সেটা চাই আর যদি পারেন তবে তাকে বলুন আলাদা ভাবে কাজ দিলে করে দিবেন, না পারলেও বুঝাই বলবেন। সুন্দর ভাবে বাইয়ার কে বুঝাই বলবেন। আপনার সাথে যেটা কথা হইছে, সেই কাজ সব ঠিক মতো যদি করা থাকে, বাইয়ার এর পরেও যদি বলতে থাকে,, সব শেষে কাস্টমার সাপোর্ট এ বলবেন স্ক্রিনশর্ট সহ। সবকিছু ডিটেলস বলবেন। আসা করি সমাধান পাবেন 

অনেক অনেক ধন্যবাদ ভাই

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...